Title
ভাতাভোগীদের ফোন দিয়ে সমাজসেবা অফিসের নাম করে পিন নম্বর হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় সকল ভাতাভোগীদের সজাগ থাকতে অনুরোধ করা হচ্ছে। সমাজসেবা অফিস হতে কোনপ্রকার ওটিপি চাওয়া হয়না। আপনার চার সংখ্যার গোপন পিন নম্বর কাউকেই বলবেন না।